বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ বিজেপিকে বসন্তের কোকিল বলে কটাক্ষ করলেন রাজ্য তৃণমূল কংগ্রেস সহ সভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আগামীকাল কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে সভা করতে আসছেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য ও দিলীপ ঘোষ। আর বিজেপির নেতৃত্বদের এই আশা নিয়ে কটাক্ষ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। বসন্ত আসলে যেমন কোকিলকে কুহু কুহু করে ডেকে ঘুরে বেড়াতে দেখা যায় তেমনি ভোট আসলেই বিজেপি নেতারাও চলে আসেন।