দুবরাজপুর: দুবরাজপুরের কনিষ্ঠতম কাউন্সিলরের ঔদার্যে প্রশংসার ঢল
আজ ২৪ শে নভেম্বর আনুমানিক বেলার দিকে দুবরাজপুর শহরের সর্বকনিষ্ঠ কাউন্সিলর সাগর কুণ্ডু মানবিকতার পরিচয় দিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ভ্যান থেকে কিছু জিনিসপত্র রাস্তায় পড়ে গেলে তিনি নিজে এগিয়ে গিয়ে সেগুলো তুলে ভ্যানের উপরে তুলে দেন। ঘটনাস্থলে উপস্থিত মানুষ তাঁর এই সরল ও দায়িত্বশীল উদ্যোগের প্রশংসা করেন।