রবিবার দুপুর একটা নাগাদ পুলিশ সুপার ও কোচবিহার পৌরসভার মাঝখানে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিল কামতাপুরি k l o এন্ড লিংক ম্যান ও নির্যাতিতা পরিবারের সদস্যরা। মূলত দীর্ঘদিন ধরে তাদের স্পেশাল হোম গার্ড এ চাকরি দেওয়ার নাম করে ঝুলিয়ে রাখা হয়েছে বাধ্য হয়ে তারা আ মরণ অনশনে সামিল হলো। দাবি পূরণ না হলে তারা আমারও ন অনশন চালিয়ে যাবে