রতুয়া ২: মুখ্যমন্ত্রীর সফর কে কেন্দ্র করে প্রস্তুতি পীরগঞ্জে সারলো তৃণমূলের নেতৃত্বরা
Ratua 2, Maldah | Nov 30, 2025 আগামী ৩ ডিসেম্বর মালদা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গাজলে মুখ্যমন্ত্রীর একটি সভা রয়েছে সেই সভাস সাফল্যমন্ডিত করে তুলতে পীরগঞ্জ এলাকায় রতুয়া দুই ব্লক তৃণমূল নেতৃত্বের প্রস্তুতির সভা আয়োজিত হলো। সাংগঠনিক ব্লক সভাপতি মোঃ নইমুদ্দিন ছাড়াও পীরগঞ্জ অঞ্চলের পদাধিকারী নেতৃত্বরা উপস্থিত ছিলেন। দলে দলে নেতাকর্মীদের একত্রিতভাবে অংশগ্রহণ করতে বিভিন্ন ব্যবস্থাপনার বার্তা রাখা হয়।