কেতুগ্রাম ২: কেতুগ্রামের নরসিংহপুর গ্রামের ঢালাই রাস্তা তৈরির কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন বিধায়ক শেখ শাহনওয়াজ
অবশেষে মিটতে চলেছে স্থানীয়দের রাস্তার সমস্যা। কেতুগ্রামের নরসিংহপুর গ্রামের ঢালাই রাস্তা তৈরির কাজের শুক্রবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ আনুষ্ঠানিক সূচনা করলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ। সঙ্গে ছিলেন কেতুগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস সহ অনান্যরা। এই রাস্তাটি তৈরির জন্য স্থানীয় মৌ গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। এবার সেই দাবিকে মান্যতা দেওয়া হল।