নতুন বছরের শুরুতেই আবারো দোকানে চুরির অভিযোগ। শুক্রবার বেলা 12 টা নাগাদ মাথাভাঙা শনি মন্দির এলাকায় দোকান মালিক তুহিন চৌধুরী দোকান খুলতে এসে দেখেন দোকানে টিন কেটে মোবাইল ফোনের দোকানে চুরির হয়েছে । এই নিয়ে দুই বার ওই দোকানে চুরির অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ। জানা গেছে নগদ ১০ হাজার টাকা ৫ টি ফোন চুরি হয়েছে। দোকান মালিক তুহিন চৌধুরী জানান ঘরের টিন কেটে দোকানে ঢুকে টাকা সহ মোবাইল ফোন চুরি হয়।