AIDYO পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটি উদ্দোগে জেলা যুব উৎসব শহীদ মাতঙ্গিনী ব্লক বল্লুক বীনাপানি গার্লস হাই স্কুল মাঠে।উৎসবের সূচনা করেন যুব সংগঠনের রাজ্য সম্পাদক মলয় পাল, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অরুন জানা, যুব সংগঠনের জেলা সম্পাদক আশীষ দোলাই , সভাপতি মঞ্জুশ্রী মাইতি সহ অন্যান্য নেতৃত্ব। দুদিন ধরে উৎসবে ভলিবল,মিনি ফুটবল,তাৎক্ষণিক বক্তৃতা, একাঙ্ক নাটক, রোডরেস, স্বরচিত কবিতা পাঠের প্রতিযোগিতা হয়। রবিবার সকাল১১টায় রোডরেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়