মানসিক ভারসাম্যহীন ৭৫ বছরের এক বৃদ্ধ কে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার সকাল ন'টা নাগাদ শামুকতলা থানায় অভিযোগ দায়ের করেন তার পরিবার। ৭৫ বছরের বৃদ্ধ রঞ্জিত দাস বেশ কিছুদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে যশোডাঙ্গা বাজারে যান এরপর থেকে এর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। শুক্রবার সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে। তবে বৃদ্ধকে খুঁজে পেতে মরিয়া হয়ে ছোটাছুটি করছে তার ছেলেরা।