জনমুখী ও জনকল্যাণকর প্রকল্পের অঙ্গ হিসেবে মাথাভাঙ্গা বিধানসভা ভিত্তিক "ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র" নিশিগঞ্জ মদনমোহন বাড়ির মাঠে শুক্রবার দুপুর দুটো নাগাদ শুভ সূচনা করা হলো আনুষ্ঠানিকভাবে। এদিন শুভ উদ্বোধন করেন মাথাভাঙ্গা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন, এছাড়াও উপস্থিত ছিলেন নিশিগঞ্জ রুরাল হাসপাতালে সুপার দেবাশিস বিশ্বাস,নিশিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিরেন রায় সরকার পারমুখ। পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন জানান বিধানসভা ব্যাপী