তেলিয়ামুড়া: তেলিয়ামুড়া অনুকুল ঠাকুর আশ্রমের উন্নয়নের জন্য তিন লক্ষ টাকার চেক তুলে দেয় বিধায়িকা আশ্রম কমিটির হাতে
বুধবার বেলা ১১ ঘটিকায় বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায় মহোদয়া তেলিয়ামুড়া অনুকুল ঠাকুর আশ্রমের উন্নয়নের জন্য তিন লক্ষ টাকার চেক তুলে দেয়।