পুরুলিয়ার সাঁওতালডি এলাকায় বেহাল রাস্তার দ্রুত সংস্কারসহ একাধিক দাবিতে মঙ্গলবার দুপুর বারোটা থেকে প্রায় একটা পর্যন্ত সাঁওতালডি–পাহাড়গোড়া সড়কের শ্যামপুর মোড়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মূল দাবির মধ্যে ছিল সাঁওতালডি ১ নম্বর গেট থেকে পাহাড়গোড়া মোড় পর্যন্ত দিনে তিনবার জল দেওয়া, রাস্তার দ্রুত সংস্কার এবং স্ট্রিট লাইট বসানো। অবরোধের ফলে প্রায় এক ঘণ্ট