নবগ্রাম: জেলা জুড়ে উদ্ধার হচ্ছে বোম, নবগ্রামে একাধিক এলাকা তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্যাগ ভর্তি বোমা
বেশ কিছুদিন থেকে মুর্শিদাবাদের বোম্ব উদ্ধার করা হচ্ছে,মুর্শিদাবাদ জেলা পুলিশ একটি টোল ফ্রী নম্বর দেওয়ার পর থেকেই এই বোম্ব উদ্ধার করা শুরু হয়। মঙ্গলবার ১১ই নম্ভেম্বর মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তরগতো গঙ্গারামপুরের কালীগঞ্জ এর নিচু মাঠ ঝুমকা নদীর কালভার্ট এ ব্যাগ ভর্তি বোম্ব উদ্ধার করা হয়। পুলিশ সেই বোম্ব পাওয়ার কথা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়, এবং সেই স্থানটি পুলিশ ঘিরে ফেলে, যতক্ষন পর্যন্ত বোম্ব স্কোয়ার টিম সেই স্থানে না পৌঁছানো পর্যন্ত, যাত