হাড় কাঁপানো ঠান্ডা কে উপেক্ষা করে পুরুলিয়া জেলায় শুরু হলো ন্যাশনাল মিনস কাম মেরিট স্কোলারর্শিপ পরীক্ষা ২০২৫ ।রবিবার সকাল ৯.৩০ টা থেকে মানবাজার মহাকুমার দুটি পরীক্ষা কেন্দ্র মানবাজার গার্লস হাইস্কুল ও মানবাজার রাধামাধব বিদ্যায়তনে পরীক্ষার্থীরা প্রবেশ করে।মোট দুটি ধাপে এই পরীক্ষা চলবে বেলা আড়াইটা পর্যন্ত। দুটি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা 612 জন। এদিন পরীক্ষাকে কেন্দ্র করে যে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।