দীপ্তি সেবা ফাউন্ডেশনের ১ম রক্তদান শিবির অনুষ্ঠিত হোলো রায়গঞ্জের দেবীনগরে। রবিবার দুপুরে এই রক্তদান শিবির শুরু হয়। সংগঠন নেতৃত্বরা বলেন মুলতঃ থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য এই রক্তদান শিবির ভীষণ জরুরী। বাল্ড ব্যাঙ্কের রক্ত সঙ্কট মেটাতেই তাদের এই রক্তদান শিবির। এদিনের এই শিবিরে উল্লেখযোগ্য ভাবে মহিলারাও অংশ নিয়েছিলেন।