পান্ডুয়া: প্রায় দিনকুড়ি আগে হারিয়ে গিয়েছিল 'পুকু', নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল পান্ডুয়া তেলিপাড়ার ভট্টাচার্য পরিবারের
Pandua, Hooghly | Nov 29, 2025 প্রায় দিনকুড়ি আগে হারিয়ে গিয়েছিল 'পুকু', নাওয়া খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল পান্ডুয়ার তেলিপাড়ার ভট্টাচার্য পরিবারের সদস্যদের। পুলিশের দ্বারস্থ হয়েছিল পরিবারের সদস্যরা অবশেষে আজ কুড়ি দিন পর ফিরে পেল 'পুকু' কে । স্বস্তির নিঃশ্বাস পরিবারের। আজ শনিবার বৈকাল পাঁচটা নাগাদ পরিবার সূত্রে জানা যায় পান্ডুয়া তেলিপাড়ার বাসিন্দা প্রদ্যুৎ ভট্টাচার্য ও তার স্ত্রী রুপ্তী ভট্টাচার্যর দুই মেয়ে। গত বছর বড় মেয়ে রুপসা,,