হাঁসখালি: প্রকাশ্য দিবালোকে খুন হাসখালীতে, জলসা দেখে বাড়ী ফেরার পথে ছুরির আঘাতে মৃত্যু এক ব্যক্তির,অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
প্রকাশ্য দিবালোকে খুন হাসখালীতে, জলসা দেখে বাড়ী ফেরার পথে ছুরির আঘাতে মৃত্যু এক ব্যক্তির, অভিযুক্তকে গ্রেফতার করেছে হাসখালি থানার পুলিশ। সূত্রের খবর, হাসখালি থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা এক ব্যক্তি শনিবার সকালে ভাতজাঙলা এলাকার একটি জলসার আসর থেকে বাড়ী ফিরছিলেন। অভিযোগ হাসখালীতে ওই ব্যক্তি বাস থেকে নামার সাথেসাথে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে ওই ব্যক্তির ওপর চড়াও হয় ও তাকে কোপায়।