গোয়ালপোখর ১: বিহারের কিষণগঞ্জে চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরলেন গেদরীগছ গ্রামের জুনেদ আলম।
বিহারের কিষণগঞ্জে চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরলেন গেদরীগছ গ্রামের জুনেদ আলম। হরিয়ানার পানিপথে বাংলাদেশি তকমা দিয়ে মারধর করা হয় উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের গেদরীগছ গ্রামের পরিযায়ী শ্রমিক মহম্মদ জুনেদ আলমকে। পুলিশের বেধড়ক মারধরে ভেঙে যায় পা। ভাঙা পায়ে বাড়ি ফিরলেও চিকিৎসার জন্য বিহারের কিষানগঞ্জে গেলে সেখানে চিকিৎসক পা ভাঙার কারণ শুনে চিকিৎসা করতে অস্বীকার করেন। অভিযোগ, চিকিৎসক বলেন আইনি জটিলতায় পড়বেন, তাই চিকিৎসা করবেন না।