পূর্বস্থলী ২: লক্ষ্মীপুর স্টেশন সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম এক যুবক
লক্ষ্মীপুর স্টেশন সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম এক যুবক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ রবিবার সকালে লক্ষ্মীপুর স্টেশন সংলগ্ন এলাকায় ওই যুবককে লাইনের ধারে একটি জঙ্গলে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেয়া হয় স্থানীয় সিভিক ভলেন্টিয়ারদের তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রথমে পূর্বস্থলী হসপিটাল তার অবস্থা আশঙ্কা জনক থাকায় তাকে কাটোয়ায় স্থানান্তরিত করা হয়। ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি।