রামপুরহাট ২: তারাপীঠে চুরির অপবাদ ঘিরে বেধড়ক মারধর পুণ্যার্থীদের দুই দোকানদার গ্রেফতার
তারাপীঠে চুরির অপবাদ ঘিরে বেধড়ক মারধর, দুই দোকানদার গ্রেফতার তারাপীঠ মন্দির চত্বরকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য। মাত্র ২০ টাকার আংটি চুরির অপবাদ তুলে পুণ্যার্থীদের উপর বেধড়ক মারধরের অভিযোগ উঠল এলাকার দুই দোকানদারের বিরুদ্ধে। অভিযোগ, লোহার পাইপ ও লাঠি নিয়ে হামলা চালানো হয় পুণ্যার্থীদের উপর। মহিলারাও রেহাই পাননি। মারধরে এক পুণ্যার্থীর মাথা ফেটে রক্তাক্ত হন। পুরো ঘটনার ভিডিও মোবাইলে ধরেছিলেন তারাপীঠে আসা আরেক দর্শনার্থী।