মঙ্গলকোট: রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা মঙ্গলকোটে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল, অনুপস্থিত অনেক পরীক্ষার্থী
রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা মঙ্গলকোটে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। রবিবার আনুমানিক দুপুর ২টা নাগাদ নাগাদ সেই দৃশ্য দেখা যায়। মঙ্গলকোট ব্লকের পাঁচটি স্কুল, বাজার বনকাপাসি SM হাইস্কুল, মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়, যজ্ঞেশ্বরডিহি BMS শিক্ষানিকেতন, পিন্ডিরা উচ্চ বিদ্যালয় ও মাথরুন NC ইনস্টিটিউশনে মোট ২৩৩৬ জন পরীক্ষার্থীর সেন্টার পড়ে। তবে বহু পরীক্ষার্থী এদিন অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।