ইসলামপুর উত্তর ও দক্ষিণ ব্লক কমিটি ডাকে নয় দফা দাবি নিয়ে ইসলামপুর বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করলেন সাড়া ভারত কৃষক সভা।বুধবার দুপুরে ইসলামপুর বাসটার্মিনাস থেকে মিছিল করে বিডিও অফিসে এসে বিডিও অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে। তাদের দাবি গুলি হলো (১)প্রত্যেক পঞ্চায়েতে সরকারি ধান ক্রয় কেন্দ্র (CPC)চালু করতে হবে। (২)ধান বিক্রির ৩ দিনের মধ্যে কৃষকের একাউন্টে ধানের দাম পরিশোধ করতে হবে। (৩)বেআইনিভাবে ৫-১০ কেজি ধলতা নেওয়া চলবে না (৪)কৃষকদের হয়রানি বন্ধ করতে হ