বেসরকারি নার্সিংহোমে সঠিক পরিষেবা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা রায়গঞ্জের ইন্দিরা কলোনীতে। ভেঙে ফেলা হয় রিসেপশনের কাচ বলে অভিযোগ। চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ৷ ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ বুধবার দুপুরে অভিযোগকারী মৃত গৃহবধুর পরিবারের লোকেরা জানিয়েছেন, মৃতার নাম সারজিনা খাতুন, বয়েস ১৯ বছর, বাড়ি সুরুন গ্রামে৷ পরিবারের দাবী চলতি মাসের ৯ তারিখ আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন ওই গৃহবধু। তাকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়।