বাবা মায়ের একমাত্র যুবক সন্তানের পথ দুর্ঘটনায় মৃত্যু চাঞ্চল্য ইটাহারের চেকপোস্ট এলাকায়, ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ, মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম ফিরোজ রহমান, বয়েস আনুমানিক ১৮ বছর, বাড়ি হরিরামপুর থানার মড়িয়া পুকুরে। যুবক দশম শ্রেণীর পড়ুয়া ছিল। পরিবারের দাবী এদিন সকাল আনুমানিক ৯ টা নাগাদ তারা খবর পান ইটাহার চেকপোষ্ট এলাকায় দুর্ঘটনা গ্রস্ত হয়েছে সে।