শুক্রবার সর্বেশ্বর জয়দুয়ার এলাকায় মচকানো বটগাছের ডাল কাটার দাবি ।স্থানীয়দের দাবি বটগাছের ডালটি অর্ধেক ভাঙা অবস্থায় রাস্তার উপরে ঝুলে রয়েছে। এছাড়াও সেটি মন্দির যাওয়ার রাস্তা। ডালটি বিপদজনক অবস্থায় রয়েছে। যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে স্থানীয়দের দাবি ওই মচকানো ডালটি কেটে ফেললে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়া যাবে। এ বিষয়ে ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সারজিনা খাতুন বলেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।