খাদ্য নিয়ামক অফিসার এবং মহকুমা খাদ্য নিয়ামক অফিসার সহ অন্যান্য আধিকারিকদের উদ্যোগে হীড়বাঁধ ব্লকের নদা কমিউনিটি হলে বিশেষ পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি।ন্যায্য মূল্যের ধান ক্রয় কেন্দ্র পরিদর্শনের সময় কৃষক ভাই-বোনদের সাথে সরাসরি কথা বলেন।