সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে কেতুগ্রামের গোয়ালপাড়া গ্রামে মঙ্গলবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ, কেতুগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বিশ্বাস সহ অনান্যরা। জানা গিয়েছে, গঙ্গাটিকুরি অঞ্চলের ১৭টি বুথের কর্মীরা সভায় অংশ নেয়। দলীয় বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়।