১৮ ডিসেম্বর থেকে খড়গপুর ডিভিশনের রেলওয়ের বিভিন্ন এক্সপ্রেস ট্রেনগুলিতে তৎকাল টিকিট কাটার সময় যাত্রীদের মোবাইলে ওটিপি পদ্ধতি চালু হচ্ছে। স্বচ্ছতা রক্ষার্থে এই পরিষেবা চালু হবে বলে মেদিনীপুর স্টেশনে রেলওয়ে আধিকারিকরা জানিয়েছেন বুধবার বিকেলে।
মেদিনীপুর: ১৮ ডিসেম্বর থেকে রেলের তৎকাল টিকিটে ওটিপি সিস্টেম, মেদিনীপুরে জানালেন আধিকারিক - Midnapore News