নাকুরতলায় একরাত্রি কল্পতরু পৌষ কালিমার পুজো এ বছর চতুর্থ বর্ষে পদার্পণ করল। বিশ্বাস ও ভক্তির এক আশ্চর্য কাহিনি ঘিরে এই পুজো আজ এলাকাবাসীর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ২০২৩ সালের ৬ই জানুয়ারি, একুশে পৌষের গভীর রাতে এলাকার এক হতদরিদ্র ব্যক্তি স্বপ্নাদেশ পান বলে দাবি। স্বপ্নে মা কালী নাকি তাঁকে নির্দেশ দেন, ২৪ ঘণ্টার মধ্যেই মন্দির ও মূর্তি তৈরি করে পুজো শুরু করতে হবে। সহায়-সম্বলহীন অবস্থায় তিনি প্রতিবেশীদের দ্বারস্থ হলে এলাকাবাসী একযোগে পাশে দাঁড়ান