সাত সকালে বেলডাঙ্গা থানার ভাবতা এলাকায় গঙ্গার বাঁধের ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মৃত যুবকের নাম এমডি সারোয়ার শেখ। বয়স আনুমানিক ৩২ বছর। বাড়ি বেলডাঙ্গা থানার ভাবতা মাঝপাড়া এলাকায়। পেশায় তিনি ছিলেন একজন রং মিস্ত্রি। ভোরবেলায় স্থানীয় বাসিন্দারা গঙ্গার বাঁধের ধারে দেহটি পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ বেলডাঙ্গা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।