নানুর ব্লক সংলগ্ন মুসলিম পাড়ার বাসিন্দা বছর (৫২) জামিরুল ইসলামের মৃত্যু হয়েছে কর্মস্থল দিল্লীতে সোমবার বিকেলে। মঙ্গলবার বিকেলে পরিবার সূত্রে জানা গেছে, প্রায় সপ্তাহ খানেক ধরে জ্বরে ভুগছিলেন তিনি। শারীরিকভাবে তিনি কিছুটা সুস্থ মনে হওয়ায় দুপুরে সামান্য ঘোরাঘুরি করতে বের হন। পরে কর্মস্থলের নিজ ঘরে ফিরে শরীর খারাপ বোধ করলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয় বলে পরিবার দাবি।