মানিকচক: সঠিক সময় ভাঙ্গন রোধের কাজ করার, বিন্দুমাত্র কাজ শুরু হয়নি ভাঙ্গন রোধের আতঙ্কে গোপালপুরের বাসিন্দারা
তীব্র নদী ভাঙ্গনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল এ বছর মানিকচকের গোপালপুর অঞ্চল এলাকা। ভাঙন আটকাতে সেই সময় বস্তার পর বস্তা মাটি ফেলা হচ্ছিল। কিন্তু ভাঙ্গন রোধ করার বর্তমানের সময় সঠিক সময় হলেও বিন্দুমাত্র কাজে কোন উদ্যোগ নেয়নি প্রশাসন এমনই অভিযোগ এলাকাবাসীর। ভাঙ্গনদের কাজ না হলে আগামী বছর গোটা এলাকার বহু পরিবার সবকিছু হারিয়ে ফেলবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। দ্রুত প্রশাসন কাজ করুক তা না হলে আগামী বর্ষায় সব শেষ হয়ে যাবে এলাকার বলছেন স্থানীয়রা।