নারায়ণগড়: বালি বোঝাই ট্রাক্টরের পেছনে ধাক্কা প্রাইভেট গাড়ির আহত দুই,ঘটনা সাঁঞ্যাপাড়া এলাকার
বালি বোঝাই ট্রাক্টরের পেছনে ধাক্কা প্রাইভেট গাড়ির,আহত দুই।ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার সাঁঞ্যাপাড়া এলাকায় জাতীয় সড়কের। জানা যায়, দাঁতনের দিক থেকে বেলদার দিকে যাওয়ার সময় বালি ভর্তি একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা প্রাইভেট গাড়ির ঘটনায় গুরুতর আহত হন প্রাইভেট গাড়িতে থাকা দুজনের। তাদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ।