গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে চন্দ্রকোনারোড BDO অফিসের পাশে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থে তৈরি করা হয়েছে নেতাজি মার্কেট কমপ্লেক্স। কিন্তু বর্তমানে সেই মার্কেট কমপ্লেক্সের একাধিক দোকান বন্ধ থাকার সুযোগ নিয়ে চলছে অসামাজিক কাজ। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক জিনিসপত্র। স্থানীয় দোকানদারীদের অভিযোগ এই বিষয় নিয়ে বহুবার প্রশাসনের দারস্ত হলেও মেলেনি কোন সুরাহা।