নন্দীগ্রাম ২: নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিকের মৃত্যু কেরালায়,সাহায্য প্রার্থী, আজ বিরুলিয়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি অসহায় পরিবার
পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম-২ব্লকের বিরুলিয়ার বছর ৪৮শের ভীম চরণ বারিক কেরালায় নির্মাণ শ্রমিকের কাজ করতো। গত মঙ্গলবার কর্মরত অবস্থায় পড়ে গিয়ে আহত হন। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানাগেছে।পরিবারের আয়ের এক মাত্র অবলম্বন ভীম চরনের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। তারা সরকারের কাছে সাহায্য প্রার্থী