নলহাটি ১: শহীদ নজরুল ইসলামের ৪৫তম শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হলো তৈলপাড়া গ্রামে, এই উপলক্ষে গ্রামে করা হলো একটি মিছিল
শহীদ নজরুল ইসলামের ৪৫তম শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হলো তৈলপাড়া গ্রামে, আজ শুক্রবার বিকেল ৩ টা নাগাদ নলহাটি থানার অন্তর্গত নলহাটি ১ ব্লকের তৈলপাড়া গ্রামে অনুষ্ঠিত হলো ধরমপুরের ঐতিহাসিক কৃষক আন্দোলনের অমর শহীদ নজরুল ইসলামের ৪৬ তম শহীদ স্মরণ সভা, শহীদ নজরুল ইসলামকে স্মরণ করে গ্রামে করা হয় একটি মিছিল, আজকের এই স্মরণ সভার প্রথমে ধরমপুরে ঐতিহাসিক কৃষক আন্দোলনের শহীদ নজরুল ইসলামের প্রতিকৃতিতে ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়।