মহিলাকে মারধর করে চুল কেটে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। নাবালিকা মেয়েকে শ্লীলতাহানি মামলা তুলে না নেওয়ার গতকাল এক মহিলা ও তার নাবালিকা মেয়েকে মারধর করার অভিযোগ উঠেছিল কয়েকজন মহিলাদের বিরুদ্ধে। এমনকি মহিলা চুল কেটে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। গতকাল এই ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতিতা। তার অভিযোগের ভিত্তিতে তিনজন মহিলাকে গ্রেপ্তার করার উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ। আজ ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পে।