মুরারই ২: পাইকরে বাংলার ভোট রক্ষা শিবিরে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের যুব ব্লক সহসভাপতি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা
মুরারই ২ ব্লকের পাইকরে বাংলার ভোট রক্ষা শিবিরে এদিন 4 ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে উপস্থিত হন মুরারই ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব ব্লক সহসভাপতি এমডি নুর আলম সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। ভোট রক্ষা শিবিরে সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কিনা এবং মুরারই২ ব্লকের 9 টি অঞ্চলের সাধারণ ভোটাররা নিজ এলাকায় তারা ঠিকঠাক পরিসেবা পাচ্ছে কিনা সেসব বিষয়ে শিবির থেকে খোঁজখবর নেন।এদিন বেলার দিকে সেই ছবি উঠে আসলো আমাদের ক্যামেরায়।