পারিবারিক বিবাদে বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে। মঙ্গলবার ভোর রাতে নৃশংস ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার মহিষামারি গ্রামে। মহিলার রক্তাক্ত দেহ শোওয়ার ঘর থেকে উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ। ঘটনায় আটক রয়েছে দেওর জিয়ারুল হক। পুলিশ সূত্রে জানাগিয়েছে, মৃতার নাম মাজেদা বিবি(৪০) দেহটি ময়নাতদন্তের জন্য মালদহে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।