জলঙ্গি: পুলিশ ,নেতা ও মস্তান কাউকে ভয় পাবেন না, জলঙ্গিতে বাংলা বাঁচাও যাত্রা সমাবেশে বললেন কমরেড শতরূপ ঘোষ
জলঙ্গীতে ‘বাংলা বাঁচাও যাত্রা’ সমাবেশ, উপস্থিত সিপিআইএম নেতৃত্ব মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের ভাদুড়িয়াপাড়া এলাকায় অনুষ্ঠিত হল ‘বাংলা বাঁচাও যাত্রা’ সমাবেশ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মোः সেলিম, মীনাক্ষী মুখার্জি, রাজ্য কমিটির সম্পাদক শতরূপ ঘোষ এবং কমরেড প্রতিকুর রহমান সহ একাধিক জেলা ও রাজ্য কমিটির নেতা-কর্মীরা। সমাবেশ ঘিরে এলাকায় ছিল ব্যাপক উৎসাহ ও জনসমাগম।