দুবরাজপুর: দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে আত্মমন্থনের আলোকোন্মেষ মোড়ক উন্মোচনে সাহিত্য-সংস্কৃতির মেলবন্ধন
দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সত্যানন্দ সভাকক্ষে ‘আত্মমন্থন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হলো শুক্রবার দিন। গ্রন্থের লেখিকা রীণা কবিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামী সত্যাশিবানন্দ মহারাজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়, গবেষক-লেখক অতনু চট্টোপাধ্যায় ও কবি-গীতিকার মুক্তি রায়চৌধুরী। উদ্বোধনী সঙ্গীত, কবিতা পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।