কালনা ২: সরকারি নির্দেশ অমান্য করে জিউধারা রাস্তার ধারে SIR ফর্ম বিলি, বিতর্কে তৃণমূল বুথ সভাপতি ও BLO
সরকারি নির্দেশ অমান্য করে রাস্তার ধারে SIR ফর্ম বিলি, বিতর্কে তৃণমূল বুথ সভাপতি ও BLO। কালনা দুই ব্লকের কল্যাণপুর পঞ্চায়েতের ১৭২ নম্বর বুথে সরকারি নির্দেশিকা উপেক্ষা করে রাস্তার ধারে বসে SIR ফর্ম বিতরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আরতি মিত্র ও সংশ্লিষ্ট BLO।সরকারি নিয়ম অনুযায়ী, ভোটার তালিকা সংশোধনের জন্য BLO-দের প্রতিটি বাড়িতে গিয়ে ফর্ম বিতরণ ও সংগ্রহ করার কথা।