পুলিশের ডাক পার্টির ধাওয়া করার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা পেঁয়াজ বোঝাই লরির। ঘটনাস্থলে মৃত্যু টোটো চালক সহ ২জনের, একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার দুপুর 1:30 নাগাদ নলহাটি থানার অন্তর্গত রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের নলহাটির পালোয়ান বাবা মাজারের কাছে। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের।