দুটি যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে উত্তেজনা ছড়ালো আউশগ্রামের ভেদিয়া এলাকায়। রবিবার সকালে বর্ধমান বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়কে ভেদিয়ার রেলসেতুর কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন দু'জন। স্থানীয়দের তৎপরতায় তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।