চাঁচল ১: চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে সেফটিক ট্যাঙ্ক উপচে নোংরা জলে জরুরি পরিষেবা বিপর্যস্ত
নিকাশির অভাবে হাসপাতালের মূল সেফটিক ট্যাঙ্কের নোঙরা জল উপচে পড়ছে ইমার্জেন্সী বিভাগের সামনে। মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের এমন অস্বাস্থ্যকর পরিবেশে নোঙরা জল বেয়ে চলাচল করছেন রোগীর আত্মীয় থেকে শুরু করে বাসিন্দারা। এমনকি ইমার্জেন্সী বিভাগের সামনেই রয়েছে অ্যাম্বুলেন্স পার্কিং জোন। সেখানে প্রতিনিয় ত্রিশজনেরও বেশি চালক দুর্গন্ধ নিয়ে থাকছেন। নোঙরা জলের জেরে অতিষ্ঠ চালকেরাও। এমনকি ফুটপাত ব্যবসায়ীরাও সেখানে নাকটিপে সেখানে ব্যবসা চালাচ্ছেন।