পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের পলসোনা গৌড় গোপাল আশ্রম সংলগ্ন মাঠে আজ ৯ জানুয়ারি বিকেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত ৭ জানুয়ারি একই স্থানে বিজেপির সভার প্রেক্ষিতেই এই পাল্টা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন।