নলহাটি ২: কাঁটাগড়িয়া মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে SIR সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে উপস্থিত বিধায়ক
16ই নভেম্বর রবিবার নলহাটি দুই নম্বর ব্লকের কাঁটাগড়িয়া মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় SIR সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জী,ব্লকের কোর কমিটির সদস্যরা, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষরা, সমস্ত পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতিরা,সকল শাখা সংগঠনের সভাপতিরা ও সহ সভাপতিরা। সন্ধ্যে ছটা নাগাদ বৈঠকের সেই চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়।