সারেঙ্গা: খামানী জগদানন্দ আশ্রমে শত মস্তক ও শত হস্তে আগমন দেবীর, বৈদিক মতে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে দেবী দুর্গার আরাধনা হয়ে আসছে
শত রুপা দেবী দুর্গার আরাধনা হবে সারেঙ্গা ব্লকের খামারী জগদানন্দ সন্ন্যাস আশ্রমে। প্রায় পঞ্চাশ বছর এর পুরানো এই আশ্রম জঙ্গলে ঘেরা। বৈদিক মতে এখানে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে দেবী দুর্গার আরাধনা হয়ে আসছে।এই প্রতিমার একশো টি দেবী দুর্গার মাথা ও একশো টি হাত নিজেই মাটি দিয়ে তৈরি করেছেন ওই আশ্রম স্বামী মহেশ্বরা নন্দ গিরি মহারাজ। এছাড়াও আশ্রমে কর্মীরাও হাত লাগিয়েছিল।