রাজ্য সরকারের বরাদ্দ অর্থে দীর্ঘ প্রতীক্ষিত রাস্তার কাজের শিল্যানাস করা হলো রতুয়া দুই ব্লকের মহারাজপুর অঞ্চলের গোলাশিবগঞ্জ এলাকায় আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। রাজ্য সরকারের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের অধীনে এই রাস্তার কাজটি করা হবে। প্রায় ৪ কিলোমিটার এর বেশি এই রাস্তার কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় তিন কোটির উর্ধ্বে টাকা। এদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সী, রতুয়া দুই ব্লক বিডিও শেখর শেরপা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা