গোপীবল্লভপুর ১: গোপীবল্লভপুরের জগন্নাথপুর গ্রামের শ্যামা মায়ের মন্দিরে ঘটল দুঃসাহসী চুরির ঘটনা,এলাকায় চাঞ্চল্য,তদন্ত শুরু করেছে পুলিশ
গোপীবল্লভপুরের জগন্নাথপুর গ্রামে শ্যামা মায়ের মন্দিরে ঘটল দুঃসাহসী চুরির ঘটনা। শনিবার গভীর রাতে মন্দিরের তিন তিনটি তালা ভেঙ্গে মায়ের গয়না থেকে শুরু করে মন্দিরের পুজো সামগ্রী চুরি হওয়ার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, রবিবার সকালে মন্দিরের এক সেবক মন্দির সাফাই করতে এসে দেখেন শ্যামা মায়ের মন্দিরের একটি তালা ঝুলছে তাও আবার সেটি ভেঙ্গে ফেলা হয়েছে।অপর দুটি তালা নেই মেন গেটে।