ইংরেজি বছরের একেবারে অন্তিম লগ্নে এসে বুধবার ভোর থেকে প্রায় ৬ ঘন্টার জন্য পুরোপুরি স্তব্ধ হয়ে যায় নবদ্বীপ ফেরিঘাট থেকে স্বরুপগঞ্জ ও মায়াপুর যাওয়ার সমস্ত ফেরি চলাচল,চরম দুর্ভোগে পড়ে অসংখ্য পর্যটকের পাশাপাশি নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ,রাত পোহালেই পঁচিশে ডিসেম্বর,ইতিমধ্যেই নবদ্বীপ ও মায়াপুরে ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক,ভাগীরথীর বক্ষে ঘন কুয়াশার জেরে ক্রমশ কমতে থাকে দৃশ্যমান্যতা,যাত্রী নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয় ফেরী চলাচল।